
জুলফিকার নিউটন ||
আধুনিক
বাংলা কাব্যসংসারে কবি সুকান্ত ভট্টাচার্যের অকালমৃত্যু পরম অনুশোচনার
বিষয়। সুকান্তর জন্ম ১৩৩৩ সালের ৩১ শ্রাবণ, অর্থাৎ ১৯২৬ সালের ১৬ আগস্ট,
তাঁর মৃত্যু ১৩৫৪ সালের ২৯ বৈশাখ, অর্থাৎ ১৯৪৭ সালের ১২ মে। মৃত্যুকালে তার
বয়স হয়েছিল ২০ বৎসর ৮ মাস ২৬ দিন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘ছাড়পত্র’
প্রকাশিত হয়েছে তার মৃত্যুর পরে।
তরুণ প্রতিভার অকাল-মৃত্যু পৃথিবীর
ইতিহাসে এই প্রথম নয়। মনে পড়ছে শেলী-কীট্সের কথা। বিশেষ করে কীট্সের।
জীবনের ছাব্বিশটি বসন্ত শেষ না হতেনই তাঁকে বিদায় নিতে হল এই চিরসুন্দর
পৃথিবী থেকে। সুকান্তর সঙ্গে কীট্সের মৃত্যুর একদিকে দিয়ে মিল আছে।-উভয়েরই
মৃত্যু ক্ষয়রোগে। কিন্তু আরেক দিক দিয়ে সুকান্ত একক, অনন্য। মৃত্যুর পূর্বে
কীট্স অভিমান বশে বলে গিয়েছিলেণ, আমরা সমাধিফলকে লিকে রেখো-
-‘Here lies one whose name was
writ in water.