ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
উইকেটের দ্রুত পতন রোধের উপায় খুঁজছেন ডমিঙ্গো
Published : Saturday, 14 May, 2022 at 12:00 AM
টপাটপ উইকেটে পড়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেটে নতুন কোনো ঘটনা নয়। একজন আউট হলেই বাকিরাও যেন তাকে অনুসরণ করে আউট হওয়ার মিছিলে নামে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই টেস্টের দ্বিতীয় ইনিংসে এই ধস দেখা গেছে। একটিতে ৫৩ আরেকটি মাত্র ৮০ রানে অল-আউট হয়ে গেছে বাংলাদেশ! এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে এই ধস ঠেকানোর উপায় খুঁজছে টাইগাররা।
শুক্রবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো ব্যাটিং ধস নিয়ে বলেন, 'অবশ্যই এটা দুর্ভাবনার জায়গা।  যখন আমাদের একটি বাজে সেশন যায়, সেটি খুবই বাজে যায়। এক সেশনেই আমরা ৬-৭ উইকেট হারিয়ে ফেলি। এটা নিয়ে আমরা কথা বলছি এবং সমাধানের পথ খুঁজছি। ড্রেসিং রুমে ধীরস্থির থাকার চেষ্টা করছি যেন বাজে কিছু হলে ব্যাটাররা সেটা সামাল দেওয়ার অবস্থায় থাকে। সবসময়ই এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। '
ডমিঙ্গো আরও বলেন, 'এটি ক্রিকেটেরই অংশ।  তবে আমাদের নিশ্চিত করতে হবে যে, একটি দুটি উইকেট হারালে পাঁচটি হারিয়ে না ফেলি। এটাই চ্যালেঞ্জ, ধসের আভাস থাকলেই তা থামাতে হবে।  দক্ষিণ আফ্রিকায় অবশ্যই শেষ দুটি ইনিংস খুব ভালো ছিল না। তবে প্রতিবারই কঠিন কন্ডিশনে ব্যাটিংয়ে নামতে হয়েছে ছেলেদের, কখনও দিনের শেষ দিকে, কখনও আলো খুব ভালো ছিল না। দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণ ছিল দুর্দান্ত, যারা সহায়ক কন্ডিশনে দারুণ বোলিং করেছে। আমার মনে হয় না, ওই সিরিজের রেশ এখানে খুব বেশি আসবে। '