ইংল্যান্ডের কোচ হতে নাইট রাইডার্সকে বিদায় বললেন ম্যাককালাম
Published : Friday, 13 May, 2022 at 12:00 AM
পয়েন্ট
টেবিলের সাত নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্সের প্লে অফে যাওয়ার সম্ভাবনা
নেই বললেই চলে। আসর শেষের আগেই ব্রেন্ডন ম্যাকালাম তার নাইট কর্তৃপক্ষকে
জানিয়ে দিয়েছেন, এই মৌসুমই শেষ। এরপর আর তিনি এই দলকে কোচিং করাবেন না।
নিউজিল্যান্ডের সাবেক উইকেটকিপার-ব্যাটারের এবার ইংল্যান্ডের কোচ হওয়ার
গুঞ্জন শোনা যাচ্ছে।
২০০৮ সালে এই ম্যাককালামের ১৫৮ রানের ইনিংস দিয়ে
শুরু হয়েছিল আইপিএল। কলকাতার জার্সি পরে তিনি সেই ইনিংস খেলেছিলেন। খেলা
ছাড়ার পর সেই নাইটদের দায়িত্ব কোচ হিসেবে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন
ম্যাকালাম। এবার তিনি ইংল্যান্ডের কোচ হতে যাচ্ছেন। নাইট রাইডার্সের এক
কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমে বলেছেন, 'ইংল্যান্ডরে কোচ হতে সামনে
ম্যাকালাম আর আমাদের দলে থাকবেন না বলে জানিয়েছেন। সাম্প্রতিক একটি টিম
মিটিংয়ে তিনি এটা বলেছিলেন। '
এই সপ্তাহের মধ্যেই ইংল্যান্ড ক্রিকেট
বোর্ডের পক্ষ থেকে প্রধান কোচ হিসেবে ম্যাকালামের নাম ঘোষণা করা হতে পারে।
অ্যাশেজে ৪-০ ব্যবধানে হারের পর ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ড দলের কোচের পদ
থেকে সরে যান ক্রিস সিলভারউড। এর পরই বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়
টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটে আলাদা কোচ রাখা হবে। ম্যাকালামকে টেস্ট
দলের কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে।
১০১টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে
ম্যাকালামের। লাল বলের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিটাও এসেছে তার ব্যাট থেকে।
মাত্র ৫৪ বলে তিনি সেই সেঞ্চুরি করেছিলেন। মারকুটে ব্যাটার হলেও এই
ফরম্যাটে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের মোট ১২টি সেঞ্চুরি আছে। এই
সপ্তাহেই যদি ম্যাককালামের নাম কোচ হিসেবে ঘোষণা করে ইংল্যান্ড ক্রিকেট
বোর্ড (ইসিবি), তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ দিয়েই শুরু
হবে তার নতুন দায়িত্ব।