ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘বাড়তি ভাড়া না দেওয়ায় যাত্রীকে হত্যা’
Published : Thursday, 12 May, 2022 at 1:42 PM
‘বাড়তি ভাড়া না দেওয়ায় যাত্রীকে হত্যা’বাড়তি ভাড়া না দেওয়ায় যাত্রী আলী হোসেনকে (৫২) কিল-ঘুসি-লাথি মেরে হত্যা করে ইজিবাইক চালক জাকির হোসেন (৫০)। বৃহস্পতিবার (১২ মে) কুমিল্লা জেলার দাউদকান্দির নৈয়ার বাজার এলাকা থেকে জাকিরকে গ্রেফতারের পর সিআইডির জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জাকির। গত ৫ মে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকার ইছাপুর ইউনিয়নের লালবাগ ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দফতর মালিবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদ উপলক্ষে জাকিরের সাথে আলী হোসেন দেওয়ানের ইজিবাইক ভাড়ার বিষয়ে চুক্তি থাকলেও সে অতিরিক্ত ভাড়া দাবি করে। আলী হোসেন অতিরিক্ত ভাড়া না দেওয়ায় তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে জাকির হোসেন আলী হোসেনকে কিল-ঘুসি মারতে থাকে। তখন জাকিরের সাথে অন্য আরেক মিশুক চালক উপস্থিত হয়ে দুই চালক মিলে আলী হোসেনকে কিল-ঘুসি-লাথি মেরে তার মৃত্যু নিশ্চিত করে। পরে পার্শ্ববর্তী নার্সারির কাঁটাতারের বেড়ার মধ্যে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় ৬ মে মৃত আলী হোসেনের স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা ইজিবাইক চালকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার ছায়া তদন্ত করতে গিয়ে সিআইডি আসামিকে গ্রেফতার করে।