চান্দিনায় রেদোয়ানের মুক্তির দাবি রেদোয়ান আহমেদ প্রতিষ্ঠিত কলেজগুলোতে মানববন্ধন
Published : Thursday, 12 May, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর:
কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ এর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে তাঁর প্রতিষ্ঠিত কলেজগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (১১ মে) বেলা ১১টায় মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এবং দুপুর ১২টায় মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের প্রধান ফটকের সামনে পৃথক ওই মানববন্ধন হয়। মানববন্ধনে ওই কলেজগুলোর শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।
এসময় তারা কলেজ প্রতিষ্ঠাতা ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ এর বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা দাবি করে তার নিঃশর্ত মুক্তি চেয়েছেন তারা।
এসময় উপস্থিত ছিলেন- মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক একেএম আমিরুজ্জামান, মো. বাবুল ভূইয়া, প্রভাষক মো.ওমর ফারুক, মোহাম্মদ সোলায়মান, মো. শাহজাহান, তাছলিমা সুলতানা, মো. শরীফ হোসেন, তাছলিমা আকতার, মো. রুহুল আমিন ভূইয়া,
মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের সহকারী অধ্যাপক এসএম আনিছুল হক, মোসা. নার্গিস আক্তার, মো. ছালাহ উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. জসিম উদ্দিন ভূইয়া, প্রভাষক শাহজাহান কবির, মো.ইকবাল হোসেন, একেএম নজরুল ইসলাম, ফারজানা ইয়াসমিন, মো. তাজুল ইসলাম, নাহিদা আক্তার, সৈয়দ মো. নিজাম উদ্দিন মো. মাহবুবুর রহমান, মো.শরীফুর রহমান, মো.তাজুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ মে) দুপুরে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ২ এর মমতাজ ভবন এর সামনে তরমুজের ছোলা ছোড়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ কর্মীর উপরে গুলি বর্ষণের ঘটনার মামলায় গ্রেফতার করা হন ড. রেদোয়ান আহমেদ। বর্তমানে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।