ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সোয়া লাখ টন সার কিনবে সরকার
Published : Thursday, 12 May, 2022 at 12:00 AM
কাতার, সৌদি আবর, তিউনিশিয়া ও কাফকো থেকে এক হাজার ১০ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা ব্যয়ে মোট এক লাখ ২৫ হাজার টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (১১ মে) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ৪টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে (বিসিআইসি) মুনতাজা, কাতার থেকে ২২১ কোটি ২৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা ব্যয়ে ১৬তম লটে ৩০ হাজার টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া বিসিআইসিকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ১৭তম লটে ২২৬ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব বলেন, বুধবার টেবিলে দুটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। দুটিই অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাব দুটি হলো কৃষি মন্ত্রণালয়ের আওতায় রাষ্ট্রীয় পর্যায়ে মেড ইন সৌদি আরব ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার আমদানির করবে সরকার। প্রতিটনের দাম ১০০৮.৫০ ডলার। এতে মোট ব্যয় হবে ৩৪৮ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা।
এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে তিউনিশিয়া ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২৫ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন। প্রতিটনের দাম ৯৮৯ ডলার। এতে মোট ব্যয় হবে ২১৩ কোটি ৮৭ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো হলো : শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) জন্য ২৫ হাজার টন রক ফসফেট মেসার্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা (প্রধান সরবরাহকারী: মেসার্স উইলসন ইন্টারন্যাশনাল ট্রেডিং পিভিটি লি. সিঙ্গাপুর) থেকে ৮১ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক ‘বরিশাল সদর উপজেলায় কীর্তনখোলা নদীর ভাঙন থেকে চরবাড়িয়া এলাকা রক্ষা’ প্রকল্পের পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ ১৮ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৫৯৩ টাকা ব্যয় হ্রাস করে সংশোধিত ১৯০ কোটি ৯৫ লাখ ৮৪ হাজার ৬১৪ টাকার ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের  সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কর্তৃক ‘সাসেক সড়ক সংযোগ প্রকল্প: জয়দেবপুর-চন্দ্রা- টাঙ্গাইল- এলেঙ্গা সড়ক ৪-লেন মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠানের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৪৯ কোটি ৫৯ লাখ ৭৪ হাজার ৯৩৫ ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।