ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইংল্যান্ডের কোচ হচ্ছেন ম্যাককালাম!
Published : Thursday, 12 May, 2022 at 12:00 AM
বিশ্ব ক্রিকেটে বিস্ময়ের জন্ম দিয়ে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার দৌড়ে চলে এসেছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও মারকুটে ব্যাটার ব্রেন্ডন ম্যাককালামের নাম। লর্ডসে ইংলিশদের কোচ নিয়োগের জন্য দুইদিনের সাক্ষাৎকার শেষে এখন শোনা যাচ্ছে ম্যাককালামের কথা।
তিন বছর ধরে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যাককালাম। কোচিং ক্যারিয়ারে কখনও প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো দলের দায়িত্ব পালন করেননি তিনি। ধারণা করা হচ্ছিল ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটে কোচ হবেন ম্যাককালাম।
মঙ্গলবার রাতে বিবিসিসহ বেশ কিছু ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এখন ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে গেছেন ম্যাককালাম। এরই মধ্যে প্রথম দফার সাক্ষাৎকার দিয়ে ফেলেন এ সাবেক কিউই অধিনায়ক। চলতি সপ্তাহের মধ্যেই কোচ নিয়োগের বড় সম্ভাবনা রয়েছে।
যদি তা-ই হয়, তাহলে আগামী ২ জুন থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই ইংল্যান্ডের কোচ হিসেবে যাত্রা শুরু হবে ম্যাককালামের।