মৌলভীবাজারের কুলাউড়ায় ঘরের সিঁধ কেটে মায়ের সঙ্গে ঘুমন্ত তিন বছর বয়সী হাবিবুর রহমান মাহিনকে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মাকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে এ ঘটনা ঘটে। মাহিন উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘরিয়াল গ্রামের দুবাই প্রবাসী মর্তুজ মিয়ার ছেলে। তার মায়ের নাম লিজা আক্তার।
স্থানীয়রা জানায়, স্বামী দুবাই থাকায় দুই বছর ধরে ছেলে মাহিনকে নিয়ে বাবা আকবর মিয়ার বাড়ি কৌলা গ্রামে থাকছেন লিজা। এ বাড়ি থেকেই শিশুটিকে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মাহিনের মা লিজা বলেন, মঙ্গলবার রাতে মাহিনকে নিয়ে ঘুমাতে যাই। রাত ২টার দিকে হঠাৎ ঘুম ভাঙলে ছেলেকে বিছানায় না দেখে ঘরে খুঁজতে থাকি। একপর্যায়ে ঘরের সিঁধ কাটা দেখে সন্দেহ হয়। পরে চিৎকার করলে পরিবারের সবাই আসেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
এ ব্যাপারে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, শিশুটির মাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।