চান্দিনা উপজেলা আ’লীগের নিন্দা
Published : Wednesday, 11 May, 2022 at 12:00 AM
চান্দিনা উপজেলায় রেদোয়ান আহমেদের গুলিতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা আহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ। গতকাল ১০ মে মঙ্গলবার চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্যাডে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
প্রতিবাদলিপিতে আরো উল্লেখ করা হয় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ মিলনায়তনে আয়োজিত পূর্ব ঘোষিত কলেজ ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানকে বানচাল করার জন্য স্থানীয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পাল্টা কর্মসূচী ঘোষণা করলে সংঘর্ষের আশংকা তৈরি হয়। ফলে পুলিশ প্রশাসন শান্তির লক্ষ্যে উভয়পক্ষের কর্মসূচী স্থগিত করার ঘোষণা দেয়। এমন পরিস্থিতিতে এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদ করেজ মিলনায়তনের দিকে আসলে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এমতাবস্থায় ছাত্রলীগ কর্মীরা প্রতিবাদ জানালে রেদোয়ান আহমেদ গাড়িতে বসেই ছাত্রদের লক্ষ্য করে গুলি ছুড়লে ছাত্রলীগের নেতা নাজমুল হাসান নাঈম এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা ঢাকা বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র মাহমুদুল হাসান জনি সরকার গুলিবিদ্ধ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো মুনতাকিম আশরাফ টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলমসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার দাবী করেন।