চুলায় ভাত বসিয়ে মা গোসলে, আগুন লেগে ২ সন্তানের মৃত্যু
Published : Wednesday, 11 May, 2022 at 12:00 AM
নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক নারী চুলায় ভাত বসিয়ে গোসলে যাওয়ার পর ঘরে আগুন লেগে ঘুমন্ত দুই সন্তানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সেনবাগ থানার এসআই আবদুল আউয়াল জানান।
মৃতরা হলেন-বেপারি বাড়ির ইকবাল হোসেনের ছেলে আবদুল্লাহ আল নোমান (৭) ও মেয়ে লামিয়া সুলতানা মাহী (৩)।
এসআই
বলেন, “নোমান ও মাহীকে তাদের মা গোলাপি বেগম ঘরে ঘুম পাড়িয়ে রেখে পাশে
রান্নাঘরে যান। রান্নাবান্নার এক পর্যয়ে তিনি চুলায় ভাত রান্না বসিয়ে পুকুর
ঘাটে গোসল করতে যান। কিছুক্ষণ পর পুকুর ঘাট থেকে ঘরে আগুন জ্বলতে দেখে
চিৎকার করতে শুরু করেন।
“এ সময় আশেপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে নোমান ও মাহীসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের দুই শিশুর লাশ উদ্ধার করে বলে জানান আউয়াল।