কল্যাণ পার্টির কুমিল্লা জেলার ঈদ পুনর্মিলনী
Published : Tuesday, 10 May, 2022 at 12:00 AM
বাংলাদেশ কল্যাণ পার্টির কুমিল্লা জেলা ঈদ পুনর্মিলনী ও নতুন অফিস উদ্বোধন ও চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক) এর সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলার অস্থায়ী কার্যালয় জিলা স্কুল রোড, সিটি মার্কেট, কান্দিরপাড়, কুমিল্লায় বাদ আসর উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কল্যাণ পার্টি কুমিল্লা জেলার সহ-সভাপতি রেজাউল করিম। অনুূষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর ইসলাম চৌধুরী, মুজিবুল হক খোকন, শাহেদ হোসেন চৌধুরী, ইকবাল হোসেন, সফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান জুবায়ের সহ মহানগর, সদর উপজেলা ও জেলার নেতৃবৃন্দ।
উক্ত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন-কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্জ হাফেজ মাঃ আমিনুল্লাহ।