শ্রীলঙ্কায় টেস্ট খেললেও ওয়ানডে খেলবে না পাকিস্তান
Published : Tuesday, 10 May, 2022 at 12:00 AM
জুলাইয়ে
শ্রীলঙ্কায় সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। এই সফরে দুটি টেস্ট ও তিনটি
ওয়ানডে খেলার কথা ছিল পাকিস্তানের। সোমবার পাকিস্তান জানিয়েছে, টেস্ট সিরিজ
হলেও ওয়ানডে সিরিজ হচ্ছে না। মূলত শ্রীলঙ্কার অনুরোধেই ওয়ানডে বাদ দেওয়া
হয়েছে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে জুলাইতে দুই ম্যাচের
টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট
বোর্ডের ডিরেক্টর (মিডিয়া) সামি-উল-হাসান বলেন, ‘আর্থিক ক্ষতি কমাতে
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে লঙ্কা প্রিমিয়ার
লিগ (এলপিএল) আয়োজন করতে চায়। সেজন্য তারা আমাদের অনুরোধ করেছে ওয়ানডে
সিরিজ বাদ দিতে। অবশ্য ওয়ানডে ম্যাচগুলো ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ ছিল
না। সে কারণে আমরাও কোনো আপত্তি করিনি। টেস্ট সিরিজের সূচি এখনো চূড়ান্ত
হয়নি। তবে শিগগিরই আমরা এটা চূড়ান্ত করবো। ’
টেস্টে ২০১৯ সালে সর্বশেষ
মুখোমুখি হয়েছিল এই দুই দল। এটি ছিল ২০০৯ সালের পর পাকিস্তানের মাটিতে
প্রথম কোনো টেস্ট। উল্লেখ্য, টাইগারদের সঙ্গে দুটি টেস্ট খেলতে বর্তমানে
বাংলাদেশে রয়েছে শ্রীলঙ্কা দল।