ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মায়ের সঙ্গে কাজে যাচ্ছে ছোট্ট ইলহাম
Published : Monday, 9 May, 2022 at 1:40 PM
মায়ের সঙ্গে কাজে যাচ্ছে ছোট্ট ইলহামমা শব্দটি ছোট, কিন্তু শান্তির। সন্তানের মুখে এই ডাকেই একজন নারী পান তার জীবনের সর্বোচ্চ সম্মান। সৃষ্টির সেই আদিলগ্ন থেকে মধুর এই শব্দটা শুধু মমতার নয়, ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার। মাকে ভালোবাসতে বিশেষ দিনের প্রয়োজন পড়ে না। প্রতিটি দিনই মাকে ভালোবাসার। তবুও বিশ্বব্যাপী ‘মা’ দিবসের উদযাপন রয়েছে।
বিশেষ এই দিনে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের অনেকেই মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। দিবসটিকে কেন্দ্র করে কেউ কেউ স্মৃতিকাতর হচ্ছেন, আবার কেউ মায়ের সঙ্গে ছবি দিয়ে ভালোবাসা জানিয়েছেন পৃথিবীর সব মাকে। তবে এদিন মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন মা নুসরাত ইমরোজ তিশা।



নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেয়েকে কোলে নেওয়া একটি ছবি পোস্ট করে তিশা লেখেন, ইলহাম তার মায়ের সঙ্গে কাজে যাচ্ছে! আস্তে আস্তে কাজ শুরু! বঙ্গবন্ধুর বায়োপিকের ডাবিং!

সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, মা দিবসের শুভেচ্ছা সকল আশ্চর্যজনক মাকে, যারা ঘরে এবং বাইরে বিস্ময়কর কাজ করে!