ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা
Published : Monday, 9 May, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক মো.  ইউনুসের স্মরণে গঠিত অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশন পবিত্র ঈদুল ফিতরের দিনে ফ্রি চিকিৎসা সেবাদানের আয়োজন করেছে। বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের এমপি বাড়ি সংলগ্ন সবুজ বাংলা স্কুলে দিনব্যাপি এই ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন মরহুম অধ্যাপক মো. ইউনুসের ছোট ছেলে ও ঢাকা স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. মেহেদী হাসান সুমন।
পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী এই ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচি উদ্বোধন করেন অধ্যাপক মো. ইউনুসের তৃতীয় পুত্র বাংলাদেশ সরকারের উপসচিব বদরুল হাসান (লিটন)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. ইউনুস এর দ্বিতীয় পুত্র ও ফাউন্ডেশনের বুড়িচং থানা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুল হাসান (নাসিম) ও চতুর্থ পুত্র বাংলাদেশ সরকারের উপসচিব সাইফুল হাসান (রিপন)। দিনব্যাপি এই ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচির সার্বিক দায়িত্বে ছিলেন সবুজ বাংলা স্কুলের প্রধান শিক্ষক আবু কাউসার ও মরহুম অধ্যাপক মো. ইউনুসের ব্যক্তিগত সহকারী সারোয়ার জাহান। সহযোগিতায় ছিলেন এমপি বাড়ি উন্নয়ন ফোরামের মৌলানা আব্দুস সালাম, মাজেদুল ইসলাম, জহিরুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, ময়নাল হোসেন, কবির হোসেন, রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম, আবু তাহের, মো. কাদের, মো. মোতালেব, মো. জাহাঙ্গীর, মো. খোরশেদ, প্রমুখ।
অধ্যাপক মো. ইউনুসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহিত বিভিন্ন সামাজিক ও সেবামূলক গুচ্ছ কর্মসূচির অংশ হিসাবে এদিন গোপীনাথপুর, কণ্ঠনগর, শিবরামপুর, গোসাইপুর, শিকারপুর, মিথিলাপুর, গোবিন্দপুর, আরাগ আনন্দপুরসহ পার্শ্ববর্তী গ্রামের অত্যন্ত গরিব ও অসহায় প্রায় শতাধিক নারী, পুরুষ ও শিশুকে এই ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।