ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এমবাপ্পে থাকছে, শতভাগ নিশ্চিত পচেত্তিনো
Published : Saturday, 30 April, 2022 at 12:00 AM, Update: 30.04.2022 12:12:33 AM
লিগ শিরোপা জয় করেছে পিএসজি। মৌসুম শেষ না হলেও প্যারিসের দলটির দ্বিতীয় টার্গেট এখন কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তি নবায়ন করা। পিএসজি ওই পথেই আছে এবং ফ্রান্সম্যান এমবাপ্পে চুক্তি নবায়ন করবেন বলে দাবি করেছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।
এমবাপ্পের যেমন প্যারিসে থাকা অনিশ্চিত। তেমনি চাকরি অনিশ্চিত আর্জেন্টাইন কোচ পচেত্তিনোর। তবে তিনি মনে করছেন, তারা দু’জনই পার্স দেস প্রিন্সেসে থাকবেন, ‘দুই জনেরই শতভাগ থাকার সম্ভাবনা আছে। ফুটবলে আপনি আগ বাড়িয়ে কিছু বলতে পারবেন না। তবে আমি মনে করি, সে থাকছে।’
এমবাপ্পের সঙ্গে চলতি মৌসুম পর্যন্তই চুক্তি আছে পিএসজির। সংবাদ মাধ্যমের মতে, মোটা অঙ্কের বেতনে ফ্রি এজেন্টে থাকা এমবাপ্পে রিয়াল মাদ্রিদে পাড়ি দেবেন। লস ব্লাঙ্কোসরাও তাকে দলে নিতে খুবই আগ্রহী। ওদিকে পিএসজি তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে চুক্তি নবায়ন করে বেতন লিখে নেওয়ার জন্য।
থাকছেন নাকি যাচ্ছেন এই ব্যাপারে অবশ্য এমবাপ্পে কিছুই বলছেন না। তিনি অপেক্ষা করে আছেন মৌসুম শেষ হওয়ার। ওদিকে মৌসুম শেষে চাকরি চলে যাচ্ছে এমন গুঞ্জনে বিরক্ত কোচ পচেত্তিনো। সংবাদ মাধ্যমে গুঞ্জন, পিএসজি’র ডাগ আউটে দাঁড়াবেন জিনেদিন জিদান। ফ্রান্স কিংবদন্তির ‘অন্ধ ভক্ত’ এমবাপ্পে কি ওই ঘোষণার অপেক্ষায় আছেন?