ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে পদ্মা ছাত্রকল্যাণ সংঘের ইফতার ও দোয়া মাহফিল
Published : Monday, 18 April, 2022 at 12:00 AM
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পদ্মা ছাত্রকল্যাণ সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ এপ্রিল) বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার হল কাম কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পদ্মা ছাত্রকল্যাণ সংঘের সম্পাদক সবুজ আহমেদের সঞ্চালনায় শাহীন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।
এসময় আরও উপস্থিত ছিলেন পদ্মা ছাত্রকল্যাণ সংঘের উপদেষ্টা ড. বনানী বিশ্বাস, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান,বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত ) কাজী ওমর সিদ্দিকী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, কুমিল্লা সদরের বিশেষ পুলিশ সুপার খান মোঃ রেজওয়ান, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামান,ডিবির ইনস্পেক্টর তপন কুমার বাগচি ও সংগঠনের নেতৃবৃন্দসহ সাবেক-বর্তমান সদস্যরা।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন পদ্মা ছাত্রকল্যাণ সংঘ।