বরুড়ায় নিখোঁজের ৫ দিনে ও উদ্ধার হয়নি শিক্ষার্থী সোয়াইব
Published : Tuesday, 29 March, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া||
কুমিল্লার বরুড়া উপজেলা মুগগাও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ সোয়াইব হোসেন (১৬) নিখোঁজ এর ৫ দিন হলে ও এখনো উদ্ধার হয়নি।
গত ২২ মার্চ শোয়াইব সকালে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। বিকেলে বাড়িতে না ফিরলে রাতে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে।
২৪ মার্চ তার পিতা আবদুল খালেক বরুড়া থানায় নিখোঁজ ডায়েরি করে। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং ফর্সা। বাড়ি হতে বের হবার সময় কালো প্যান্ট ও ফুল হাতা সাদা রঙ্গের গেঞ্জি গায়ে ছিল।
তার পরিবার তাকে না পেয়ে দিন-রাত কান্নাকাটি করছে। ৫ দিন পার হলে ও খুঁজে পায়নি সোয়াইব কে তার পরিবার। তার পরিবারের মোবাইল নম্বর ০১৮৫৭০৯৬৬৩৫। তার গ্রামের বাড়ি বরুড়া উপজেলা আড্ডা ইউনিয়ন বোয়ালিয়া গ্রাম। তার বাবার নাম এ এস এম আবদুল খালেক।