Published : Monday, 28 February, 2022 at 12:00 AM, Update: 28.02.2022 1:05:59 AM

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
কুমিল্লার বুড়িচংয়ে এক সন্তানের জননী মোসা. শিল্পী আক্তার (২৪) নামের এক গৃহবধু গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩ টা থেকে ভোর ফজরের নামাজের সময় বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা পূর্ব পাড়া মৃত. আলী আশ্রাফ মিয়ার ছেলে স্বামী মো. সাইফুল ইসলামের বসতভিটির উত্তর ভিটির বসতঘরের পশ্বিম পাশের রুমে। এ ব্যাপারে মেয়ের পিতা একই ইউপির পিতাম্বর গ্রামের অধিবাসী মৃত. গোলাম হোসেনের ছেলে মো. আ: খালেক বুড়িচং থানায় গতকাল একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। দায়ের করা অপমৃত্যু মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়- বিগত ৬ বছর পূর্বে মোসা. শিল্পী আক্তারকে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা পূর্ব পাড়া মৃত. আলী আশ্রাফ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলামের সাথে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর শিল্পী আক্তারের পরিরারে জেনিসা আফরিন সাইমা (৫) বছর বয়সের একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু গতকাল সকাল ৭ ঘটিকার সময় মেয়ের উকিল শ্বশুর মেয়ের পিতাকে ফোনে জানায় যে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাৎক্ষনিক মেয়ের পিতা ঘটনাস্থলে গিয়ে আমার মেয়ের জামাই মো. সাইফুল ইসলামের বসতভিটির উত্তর ভিটির বসতঘরের পশ্বিম পাশের রুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় মেঝেতে পড়ে আছে। এক সন্তানের জননী গৃহবধুর এহেন আত্মহত্যার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টির পাশাপাশি রহস্যজনক বলে মনে হচ্ছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন সাংবাদিকদের জানান গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আসল রহস্য উদঘাটনে কাজ করছে।