গত অর্থবছরে ঋণ বিতরণে এগিয়ে ব্রাহ্মণপাড়া সোনালী ব্যাংক
Published : Monday, 28 February, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
গত অর্থবছর ২০২১ সনে ঋণ বিতরণে কুমিল্লা অঞ্চলে ২য় স্থান অধিকার করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সোনালী ব্যাংক শাখা।
রাষ্ট্রীয় মালিকানাধীন সবচেয়ে বড় সোনালী ব্যাংক। সব ধরনের গ্রাহকের সাথেই সম্পৃক্ত রয়েছে সোনালী ব্যাংক। এরই ধারাবাহিকতায় কুমিল্লা অঞ্চলে গত অর্থবছর ২০২১ সালে ঋণ বিতরণে দ্বিতীয় স্থান অর্জন করে ব্রাহ্মণপাড়া সোনালী ব্যাংক শাখা। এই নিরলস পরিশ্রমের বিনিময়ে অর্জিত কৃতিত্বের কারণে ব্রাহ্মণপাড়া শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্রাহ্মণপাড়া শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবির এর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন সোনালী ব্যাংক কুমিল্লার জিএম এবং সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের কুমিল্লার ডিজিএম।
সোনালী ব্যাংক শাখার সাধারণ গ্রাহকদের সাথে কথা বলে জানা যায়, প্রিন্সিপাল অফিসার হুমায়ুন কবির এই শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এই শাখার কাজের চিত্র আলোচনায় আসে। সাধারণ গ্রাহকদের সন্তুষ্টি অল্প সময়ের ব্যবধানেই তিনি তৈরি করেন। ঋণ প্রদান ও উত্তোলনে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। অনেক গ্রাহকেরই দাবী ব্যবস্থাপক হুমায়ুন কবিরের চৌকস মেধা, দিকনির্দেশনা ও অত্র শাখার সকলের শ্রমের অর্জন এটা।