Published : Saturday, 26 February, 2022 at 12:00 AM, Update: 26.02.2022 12:33:55 AM

মোঃ
হুমায়ুন কবির মানিক: উচ্চতর ডিগ্রি নিতে থাইল্যান্ড যাচ্ছেন কুমিল্লার
মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আল-আমিন সরদার। এম.এস.সি ইঞ্জিনিয়ারিং
ডিগ্রি অর্জনের জন্য সরকারি স্কলারশিপে এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি
(এ.আই.টি) থাইল্যান্ডের উদ্দেশ্যে মার্চের প্রথম সপ্তাহে তিনি স্বদেশ ত্যাগ
করবেন।
প্রকৌশলী মোহাম্মদ আল-আমিন সরদার পটুয়াখালীর বাউফল উপজেলার
এস.এম আলতাফ হোসেন ও সালেহা বেগম দম্পতির জেষ্ঠ্য সন্তান। জন্ম পটুয়াখালী
হলেও আল-আমিন সরদারের শৈশব কেটেছে নারায়ণগঞ্জ জেলায়। সেখানে স্থানীয় একটি
বিদ্যালয় থেকে মাধ্যমিক ও সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে
তিনি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ
গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। ২০১৭ সালের ২৫ মে থেকে তিনি মনোহরগঞ্জ উপজেলা
প্রকৌশলী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি
বরিশালের উজিরপুর উপজেলায় কর্মরত ছিলেন। কর্মজীবনের দুই কর্মস্থলেই নিজের
মেধা-মননশীলতার মাধ্যমে অগ্রজ-অনুজ সহকর্মীদের মনোরঞ্জনসহ স্থানীয়
নাগরিকদের দোরগোড়ায় সরকারের যথাযথ সেবা পৌঁছে দিয়ে অভূতপূর্ব প্রশংসা
অর্জন করেন তিনি।
এদিকে প্রকৌশলী মোহাম্মদ আল-আমিন সরদারের অধ্যয়নজনিত
প্রবাস গমন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রশাসনের সকল দপ্তরের
কর্মকর্তা-কর্মচারীগণ। নিরাপদ প্রবাস যাত্রা ও উচ্চতর ডিগ্রি অর্জন শেষে
নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য সকল আত্মীয়-স্বজন, সহকর্মী ও সকল
শুভাকাঙ্খীদের দোয়া কামনা করেছেন প্রকৌশলী মোহাম্মদ আল-আমিন সরদার।