ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হামলায় প্রাণ গেলো পাড়া প্রধান ও চার ছেলের
Published : Saturday, 26 February, 2022 at 12:00 AM
বান্দরবা?নের রুমার গ্যালেংগা ইউ?নিয়?নে পাড়া কারবারি (পাড়া প্রধান) ও তার চার ছেলেকে কু?পি?য়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আবু পাড়ার কারবারি ল্যাংরুই ম্রো (৬০) ও তার ছে?লে রুংথুই ম্রো (৪৫) লেংরুং ম্রো (৪২), ?মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫)।
পু?লিশ সুপার জে?রিন আখতার পাঁচ জন জন?কে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কী কার?ণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা বলতে পারছি না। তবে তদন্তের পর বিস্তা?রিত বলা যা?বে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকা?লে রুমার গ্যালেংগার আবু পাড়ার ৭ নম্বর ওয়া?র্ডে এ ঘটনা ঘ?টে।
পু?লিশ  ও স্থানীয়রা জানান, পাড়াবাসী?দের সঙ্গে কারবারি প?রিবা?রের বি?রোধ চল?ছিল। এ ঘটনা?কে কেন্দ্র ক?রে সকা?লে পাড়াবাসী?দের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে পাড়াবাসীরা ধারা?লো অস্ত্র নি?য়ে কারবারি ও তার ছে?লে?দের ওপর হামলা চালা?য়। এতে ঘটনাস্থ?লেই পাড়া কারবারি (পাড়া প্রধান) ও তার বড় ছে?লে মারা যান। এ ঘটনায় তার তিন ছে?লে গুরুতর আহত হন।
এ? বিষ?য়ে বান্দরবান রুমার গ্যালেংগা ইউ?পি চেয়ারম্যান মেনরত ম্রো ব?লেন, পাড়াবাসীরা কারবারি ও তার চার ছে?লে?কে কু?পি?য়ে?ছে। এ?তে পাড়া প্রধান ও তার চার ছেলে মারা গেছেন।  
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) কাজী র?কিব উ?দ্দিন ব?লেন, পাড়াবাসীরা বাবা ছে?লেসহ পাঁচ জন?কে কুপি?য়েছে ব?লে খবর পে?য়ে?ছি।