স্ত্রীর নির্যাতন মামলায় কারাগারে পুলিশ ইন্সপেক্টর
Published : Saturday, 26 February, 2022 at 12:00 AM
ফরিদপুরে স্ত্রীর করা মামলায় মো. শামসুদ্দোহা নামের পুলিশের এক পরিদর্শককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার শামসুদ্দোহা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নুরউদ্দিন আহমেদের ছেলে। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেফতার করে ফরিদপুর পুলিশ।
২০১৫ সালের ৭ আগস্ট ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার ফারুক আহমেদের মেয়ে ফারজানা আক্তার তুলির সঙ্গে বিয়ে হয় শামসুদ্দোহার। গত ৯ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তুলি।
তুলির অভিযোগ, মাদক ও পরনারীতে আসক্ত তার স্বামী শামসুদ্দোহা। বিয়ের পর যৌতুকের দাবিতে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। অসুস্থ বাবা-মায়ের চিকিৎসার কথা বলে তিনি ৪০ লাখ টাকা যৌতুক দাবি করেন। কয়েক দফায় ১৫ লাখ টাকা দেওয়া হয়। ২০২০ সালে তুলির একটি ছেলেসন্তান হয়। গত বছরের ১২ ডিসেম্বর ফরিদপুরে তাদের বাড়ি এসে ফের ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন শামসুদ্দোহা। টাকা দিতে অস্বীকার করায় তুলিকে পিটিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, স্বামীকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেও তাতে কোনো কাজ হয়নি। তাই তিনি বাধ্য হয়ে মামলা করেন। গ্রেফতারের পর তার পরিবারের পক্ষ থেকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, দুপুরে শামসুদ্দোহাকে থানা থেকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠানো হয়। বিকেলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।