ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশের সামনে র‍্যাংকিংয়ের ছয়ে ওঠার হাতছানি
Published : Wednesday, 23 February, 2022 at 12:00 AM
বাংলাদেশের সামনে র‍্যাংকিংয়ের ছয়ে ওঠার হাতছানিস্পোর্টস ডেস্ক  ||

আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন সপ্তম স্থানে। তবে আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলেই এক ধাপ উন্নতি হবে টাইগারদের।

বর্তমানে ৯১ রেটিং পয়েন্ট বাংলাদেশের। ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রেটিং ব্যবধান ২। আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে তামিমবাহিনীর রেটিং হবে ৯৪। তখন পাকিস্তান সরিয়ে ছয়ে উঠবে টাইগাররা।  

অন্যদিকে সিরিজে হোয়াইটওয়াশ হলেও র‌্যাংকিংয়ের দশম স্থানেই থাকবে আফগানিস্তান। তবে তারা ৩ রেটিং পয়েন্ট হারাবে। বর্তমানে ৬৭ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছে আফগানরা।

সিরিজ ২-১ ব্যবধানে জিতলে সপ্তম স্থানেই থাকবে বাংলাদেশ। রেটিংও ৯১ থাকবে। আর ২-১ ব্যবধানে সিরিজ হারলেও অবস্থানের পরিবর্তন হবে না। তবে রেটিং পয়েন্ট নেমে আসবে ৮৮তে।  

আর আফগানদের কাছে হোয়াইটওয়াশ হলে ৬ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৮৫ রেটিং নিয়ে থাকতে হবে সপ্তম স্থানেই। এতে ৯ রেটিং বাড়বে আফগানদের। তবে তাদের অবস্থানেরও পরিবর্তন হবে না।