ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ওমান-সিঙ্গাপুরের গ্রুপে বাংলাদেশ
Published : Tuesday, 22 February, 2022 at 11:30 AM
ওমান-সিঙ্গাপুরের গ্রুপে বাংলাদেশআগামী ১১ থেকে ২০ মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় হতে যাচ্ছে এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট। এশিয়া কাপ বাছাইয়ের এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিতে যাচ্ছে ১০টি দেশ। এরই মধ্যে গ্রুপিং ও সূচি চূড়ান্ত হয়ে গেছে। শক্তিশালী ওমান-সিঙ্গাপুরের সঙ্গে একই গ্রুপে স্থান হয়েছে রাসেল মাহমুদ জিমি -আশরাফুল ইসলামদের।

গ্রুপ বি-তে রয়েছে- বাংলাদেশ, ওমান, সিঙ্গাপুর, ইরান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। গ্রুপ এ-তে রয়েছে- শক্তিশালী চীন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, উজবেকিস্তান ও কাজাখস্তান।

টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১১ মার্চ, প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। তার পর ১৪ মার্চ ওমান, ১৫ মার্চ ইরান ও ১৭ মার্চ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার।

গ্রুপ পর্ব শেষে ১৯ মার্চ শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনাল। এছাড়া সেদিন স্থান নির্ধারণী ম্যাচও হবে। ফাইনাল হবে ২০ মার্চ।

টুর্নামেন্টে শীর্ষ তিনটি দল খেলবে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে।