আগামী ২৩ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেস ও নির্বাচন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্দিষ্ট সময়ে হচ্ছে না তা। পেছানো হয়েছে আরও দুই মাস।
সাফের ভার্চুয়াল জরুরি সভাতে হয়েছে এমন সিদ্ধান্ত। অবশ্য নির্বাচন পেছালেও ভেন্যু হিসেবে আগের মতোই ঢাকাকে রেখে দেওয়া হয়েছে।
মূলত মালদ্বীপ ও শ্রীলঙ্কার অনুরোধের প্রেক্ষিতেই নির্বাচন পেছানো হয়েছে। সেজন্য প্রায় ঘণ্টাখানেকের জরুরি সভায় বসেন সদস্যরা। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনার কারণে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ- নির্বাচন পেছানোর অনুরোধ করেছিল। তারা স্বশরীরে ঢাকায় এসে কংগ্রেস ও নির্বাচনে অংশ নিতে চাইছে। তাদের অনুরোধের ভিত্তিতে জরুরি সভায় আলোচনা করে নির্বাচনের সময় পিছানো হয়েছে। আশা করছি, সেই সময় করোনা পরিস্থিতি আরও ভালো থাকবে।’