লালমাইয়ে পুলিশ সদস্য মমিনের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Published : Saturday, 19 February, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার ||
কুমিল্লার লালমাই উপজেলার উৎসবপদুয়ার বাংলাদেশ পুলিশের সদস্য এএসআই আবদুল মমিন গত ৯ ফেব্রুয়ারি ডিউটি অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মমিন উপজেলার হরিশ্চর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচ। ওই ব্যাচের সংগঠন সম্পর্ক -৯২ উদ্যোগে মরহুম আবদুল মমিনের স্মরণে ১৮ ফেব্রুয়ারি হরিশ্চর চৌরাস্তায় আল মিনা এস কে হুদা টাওয়ারে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা সম্পর্ক-৯২ সভাপতি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন মীর হোসেন, ইঞ্জিনিয়ার হাফেজুর রহমান, প্রদীপ মজুমদার,সামছুল আরেফিন মাসুদ, জসীম উদ্দীন ভূঁইয়া, মাজহারুল ইসলাম, আবুল কাশেম, সাইফুল ইসলাম, অব: সেনা কর্মকর্তা ইকবাল হোসেন, তোফাজ্জল হোসেন বাবলু , মেম্বার তাজুল ইসলাম রাসেল, সাইফুল ইসলাম, অব: সেনা কর্মকর্তা মুহাম্মদ ইমতিয়াজ আলী লিটন, এ আর সাইফুল ইসলাম তালুকদার, মুহাম্মদ ফারুক হোসেন, মমিনের ছেলে হাফেজ মো: নাসির উদ্দিন প্রমুখ।
এসময় মমিনের স্মৃতিচারণ করতে গিয়ে সকলে আবেগাপ্লুত হয়ে পড়েন। মমিন একজন ভালো মানুষ ছিলেন। তার আত্মার শান্তি কামনা করে কবর জিয়ারত করেন সম্পর্ক -৯২ সকল সদস্য এবং শোকসন্তপ্ত তার পরিবারের সাথে কৌশল বিনিময় করেন।