ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রেমের টানে বাংলাদেশে আসা কিশোরীকে ভারতে ফেরত
Published : Saturday, 19 February, 2022 at 12:00 AM
প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় কিশোরী খুসনামাকে (১৭) নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। এ সময় ওই কিশোরীর বাবা-মাসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, জেলার তেঁতুলিয়া উপজেলার পুরাতন বাজারের তেলীপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনের মেইন পিলার ৪৪২ ও ৪৪৩-এর মধ্যবর্তী স্থানে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি তেঁতুলিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল মোতালেব, তেঁতুলিয়া মডেল থানার এসআই তপন কুমার, ভারতের ২৭৬ বিএসএফ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কামাল সিং, ইন্সপেক্টর উপেন্দ্র সিং, প্রমোদ কুমারসহ উভয় দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিজিবি ও পুলিশ খুসনামাকে বিএসএফের হাতে সোপর্দ করে। পরে বিএসএফ তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, খুসনামা ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মহানন্দা নদী পেরিয়ে ঈদগাহ বস্তি এলাকায় প্রবেশ করেন তিনি। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ দুপুরে তাকে আটক। পরে পুলিশ বিষয়টি বিজিবিকে জানালে তারা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে।
বিজিবির তেঁতুলিয়া কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল মোতালেব ও তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া খুসনামাকে নিজ দেশে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।