ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কচুর ভেতরে ‘ইয়াবা ঢুকিয়ে’ পাচার, তিন বোন গ্রেপ্তার
Published : Saturday, 19 February, 2022 at 12:00 AM
কচুর ভেতরে ‘ইয়াবা ঢুকিয়ে’ কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের সময় তিন বোনকে গ্রেপ্তার করেছে র?্যাব।
হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের নিয়ামত আলী রোড থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান।
গ্রেপ্তাররা হলেন- ফাতেমা বেগম ওরফে আনোয়ারা (৪০), হালিমা বেগম (৩২) ও আসমাউল হুসনা (২৬)। তাদের বাড়ি কক্সবাজারে।
মেজর মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিনব পদ্ধতিতে এই তিনজন কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”
তিনি জানান, তাদের সঙ্গে থাকা সবজির ব্যাগ তল্লাশি করে কচুর ভেতর ১৮ হাজার ৬০ ইয়াবা পাওয়া যায়।
মেহেদী বলেন, “ছুরি ?দিয়ে কচু কেটে ভেতর থেকে সব বের করে কৌশলে ইয়াবা রেখে আঠা দিয়ে আবার জোড়া লাগানো হয়েছিল। তার সঙ্গে রাখা হয়েছে টমেটোসহ বিভিন্ন ধরনের সবজি, যাতে ইয়াবা পাচারের বিষয়টি কেউ সন্দেহ করতে না পারে।”
তিন বোনকে জিজ্ঞাসাবাদের তথ্য তুলে ধরে র?্যাব কমান্ডার বলেন, “তারা আট বোন এবং সবাই ইয়াবা পাচারকারী। তাদের মধ্যে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করেন ফাতেমা।
“ইয়াবা পাচারের সময় তারা সঙ্গে শিশু সন্তানদেরও রাখেন, যাতে কারও কাছে সন্দেহ না হয় এবং কেউ জানতে চাইলে পারিবারিক সফর হিসেবে চালিয়ে দিতে পারেন।”
সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, তারা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মূল সড়কের বিকল্প হিসেবে বিভিন্ন ছোট ছোট সড়ক হয়ে চট্টগ্রামে আসেন।
গ্রেপ্তার তিন বোন কক্সবাজার থেকে চকরিয়া এসে আলাদা হয়ে যান। সেখান থেকে ফাসিয়াখালী, বান্দরবানের লামা, আলী কদম, বিলছড়ি, লোহাগাড়া হয়ে সাতকানিয়ার কেরানী হাটে আসেন।
সেখান থেকে তারা আবারও বান্দরবান হয়ে নদীপথে চন্দ্রঘোনা-রাঙ্গুনিয়া-মদুনাঘাট হয়ে চট্টগ্রামে আসেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
তিন বোনের মধ্যে একজন কেরানী হাট থেকে মূল মহাসড়ক হয়ে মদুনাঘাট আসেন। অপর দুইজন বান্দরবান হয়ে নদীপথে চন্দ্রঘোনা ও রাঙ্গুনিয়া হয়ে মদুনাঘাটে মিলিত হন। তাদের আমান বাজার যাওয়ার কথা ছিল।
র?্যাব কমান্ডার মেহেদী বলেন, “এবারও তারা ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার সময় সঙ্গে পাঁচ মাস থেকে দুই বছর বয়সী তিন শিশুকে সঙ্গে রেখেছিলেন, যাতে কেউ সন্দেহ করতে না পারে।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় র?্যাব।