Published : Tuesday, 15 February, 2022 at 12:00 AM, Update: 15.02.2022 12:46:13 AM

আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি
উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক
মোহাম্মদ কামরুল হাসান। সোমবার তিনি দাউদকান্দির কদমতুলি-হাসনাবাদ ব্রীজ,
কদমতুলি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জায়গা পরিদর্শন, দাউদকান্দি উত্তর
ইউনিয়ন ভূমি-অফিস উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধা রেহানউদ্দীন সড়কসহ বিভিন্ন
সরকারি উন্নয়নমূলক কার্যক্রমের তদারকি করেছেন।
এছাড়াও দুস্থ অসহায়দের
জন্য গৃহনির্মাণ কাজের মানোন্নয়ন তদারকি এবং দক্ষ জনশক্তি তৈরি ও
কর্মসংস্থানের লক্ষ্যে মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিংও ফ্রিল্যান্সিং
প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
এসময়
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা
নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত
সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম নয়ন, উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা ইউনুস মিয়া, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো: নোমান মিয়া
সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।