ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নতুন ভূমিকায় শ্রীলংকা দলে মালিঙ্গা
Published : Thursday, 27 January, 2022 at 7:25 PM
নতুন ভূমিকায় শ্রীলংকা দলে মালিঙ্গাগত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন শ্রীলংকার সেরা পেসার লাসিথ মালিঙ্গা।  কিংবদন্তি এই সাবেক তারকা পেসারের অভিজ্ঞতা কাজে লাগতে চায় লংকান ক্রিকেট বোর্ড। 

আসন্ন অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলের হয়ে স্বল্প সময়ের জন্য বোলিং স্ট্র্যাটেজি কোচের দায়িত্ব পালন করবেন মালিঙ্গা। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজের জন্য কোচিং স্টাফে সুযোগ পেয়েছেন এই পেসার। 

বুধবার এক বিবৃতিতে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, পাঁচ ম্যাচের সিরিজে মালিঙ্গা কাজ করবেন সিনিয়র দলের ‘বোলিং স্ট্রাটেজি কোচ’ হিসেবে।

লাসিথ মালিঙ্গা শ্রীলংকার হয়ে ৩০ টেস্টে অংশ নিয়ে শিকার করেন ১০১ উইকেট। ২২৬টি ওয়ানডেতে অংশ নিয়ে শিকার করেন ৩৩৮ উইকেট। আর ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে রেকর্ড সর্বোচ্চ ১০৭ উইকেট শিকার করেন তিনি।