দেবিদ্বারে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা
শাহীন আলম
Published : Thursday, 27 January, 2022 at 7:20 PM
দেবিদ্বারে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছেন কুমিল্লা জেলা পুলিশ। কেউ কোন রকম গুজব বা মানুষের মনে বিভ্রান্তি ছড়াবেন না। মানুষ উৎসব মুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোহনপুরে ইউপি নির্বাচন উপলক্ষে মোহনপুর কলেজ মাঠে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান। তিনি দুষ্কৃতিকারীদের হুশিয়ার করে বলেন, যারা নির্বাচনকে বানচাল বা সহিংসতা করতে চাইবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তাঁরা যত শক্তিশালীই হোন না কেন। পুলিশের স্পষ্ট কথা, যদি কোন প্রার্থীর কর্মী বা সমর্থকরা উচ্ছ্বংখল বা প্রতিদ্বন্ধ¦ী প্রার্থীর কোন রকম ক্ষতি করার চেষ্টা করবে পুলিশ ওই প্রার্থীর কর্মীদের ধরা হবে পরে আগে ওই অভিযুক্ত ওই প্রার্থীকে আইনের আওতায় আনা হবে। তাই আমি হুশিয়ার করে দিতে চাই, আপনারা নিজেদের জনপ্রিয়তা দিয়ে ভোট আনুন, কোন রকম জোরদবস্ত করবেন না, ভোটাদের উদ্দেশ্যে ওসি বলেন, আপনারা সকাল থেকে বিকাল ৪টার মধ্যে ভোট কেন্দ্রে এসে সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিবেন, ভোট শেষে কেন্দ্রে অবস্থান না করে বাড়ি চলে যাবেন, রাতে আপনি জেনে যাবেন আপনি যাকে ভোট দিয়েছেন তার জয় না পরাজয়। তিনি আরও বলেন, এরপরও যদি কোন বিশৃংখলা ঘটে যায়, আপনারা সাথে সাথে বিট অফিসার বা আমার নম্বরে ফোন করবেন, পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশ হাজির হবে। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক মো. মারুফ রহমান, উপ পরিদর্শক মো. ইকতিয়ার মিয়া, বিট অফিসার উপপরিদর্শক মো. মাহবুবুর রহমান। এসময় সভায় উপস্থিত থেকে মতামত পেশ করেন, নৌকা মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান ভূইয়াসহ সকল ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের প্রার্থীরা। এর আগে সকল প্রার্থীরা কাঁধে কাঁধ রেখে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পুলিশকে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রতি দেন।