
গতবার শফিকুল ইসলাম মানিকের অধীনে ভালোই লড়াই করেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলকে অনেক দূর এগিয়ে

নিয়েও অবশ্য চাকরি থাকেনি সাবেক এই ডিফেন্ডারের। তাই বলে শেখ জামালের অগ্রযাত্রা থেমে থাকেনি। প্রিমিয়ার ফুটবল লিগে শেষ পর্যন্ত হয়েছে রানার্স-আপ। এবার তাদের প্রত্যাশা বেড়েছে। আগের চেয়ে ভালো দল গড়ে শিরোপায় চোখ তিনবারের চ্যাম্পিয়নদের।
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া লিগে শেখ জামালের ডাগ আউটে থাকছেন স্প্যানিশ কোচ হুয়ান মার্তিনেস। তার অধীনে দল দুটি টুর্নামেন্ট খেলেছে। তবে কোয়ার্টার ফাইনাল থেকে নিতে হয়েছে বিদায়। এর মধ্যে ফেডারেশন কাপে আবাহনী লিমিটেডের কাছে পেয়েছে ৬ গোলে হারের লজ্জা।
মার্তিনেস প্রিমিয়ার লিগে নতুন করে শুরু করতে চাইছেন। ভুলত্রুটি সংশোধন করে এগিয়ে যাওয়ার লক্ষ্য তার। যদিও বাংলা ট্রিবিউনের কাছে দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে বেশি কিছু বলতে চাননি এই স্প্যানিয়ার্ড, ‘অবশ্যই আমরা লিগ জেতার জন্য খেলবো। সেভাবেই দলের প্রস্তুতি চলছে। এর বেশি এখন বলতে চাইছি না। লিগ শুরুর পর হয়তো বলতে পারবো দল কোন অবস্থায় আছে।’
তবে ভেতরের খবর হলো, এখনও স্প্যানিশ কোচ দলকে একসুতোয় গাঁথতে পারেননি। এমনও হতে পারে লিগ শুরুর পর দেখা যাচ্ছে নতুন কোনও কোচ! তবে যাই হোক না কেন, ট্রফির দিকে চোখ রেখে প্রস্তুতি চলছে ইয়াসিন খান-রায়হান হাসানদের।