ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনা ভোগাচ্ছে বিদেশগামীদের
অন্তত পনের দিন আগে থেকেই আইসোলেশনের পরামর্শ
Published : Thursday, 27 January, 2022 at 12:00 AM, Update: 27.01.2022 12:31:13 AM

করোনা ভোগাচ্ছে বিদেশগামীদের তানভীর দিপু: করোনার তৃতীয় ঢেউ কিংবা ওমিক্রণ ভ্যারিয়েন্টের সংক্রমণ ভোগাচ্ছে বিদেশগামীদের। আশংকাজনক হারে কুমিল্লায় যে করোনা শণাক্তের হার বাড়ছে সেখান থেকে স্বাভাবিক ভাবেও বাদ পরছে না বিদেশগামীরাও। বিমানে ওঠার ঠিক আগেই করোনা শণাক্ত হওয়ায় অনেকেরই বিমান টিকিট বাতিল হচ্ছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। নিয়মানুযায়ী  বিদেশ ভ্রমনের ২৪ ঘন্টা আগে কোভিড পরীক্ষা করার জন্য নিয়ম থাকায় প্রবাসগামীদের জরুরী ভিত্তিতে পরীক্ষা ও ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য বিভাগ। সর্বশেষ গত ২৪ ঘন্টার রিপোর্টেও দেখা গেছে, ৫ শ ২৭ জন বিদেশগামীর মধ্যে ৫৯ জন করোনা পজেটিভ শণাক্ত হয়েছেন।
জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, যারা বিদেশগামী তারা যেন কমপক্ষে পনের দিন আগে স্বজনদের সাথে দেখা ও বিদায়ের পর্ব শেষ করে করোনা পরীক্ষা করিয়ে নেন। এসময়ের মধ্যে পজেটিভ কিংবা নেগেটিভ যেই ফলাফলই আসুক না কেন- তারপর থেকে তারা যদি কোয়ারেন্টিন বা সেল্ফ আইসোলেশন মেনে চলেন তাহলে শেষ মুহুর্তে এসে বিপদে পরবেন না। বিদেশ যাওয়ার আগের দিন পরীক্ষা করে  করোনা নেগেটিভ ফলাফল নিয়েই নিরাপদে বিদেশ যাত্রা করতে পারবে।
কুমিল্লায় বিদেশগামীদের শণাক্তের হার দিন দিন তা বাড়ছেই। জানুয়ারী মাসের প্রথম দিন ২৯৩ জন পরীক্ষা করে একজন সনাক্ত হয়েছেন। ২ জানুয়ারি ২৫৫ জনে কেই সনাক্ত হয়নি, ৩ জানুয়ারি ৩১২ জনে তিনজন, ৪ জানুয়ারি ৩৪৮ জনে ৫ জন, ৫ জানুয়ারি ৩৮৪ জনে ৫জন, ৬ জানুয়ারি ৫০০ জনে ৪জন, ৭ জানয়ারি ৫১৩ জনে ৭জন,  ৮ জানুয়ারি ৪৮৮ জনে ২জন, ৯ জানুয়ারি ৪০২ জনে ১০জন, ১০ জানুয়ারি ৪০৩ জনে ৫জন, ১১ জানুয়ারি ৫৩৫ জনে ১০জন, ১২ জানুয়ারি ৬২৫ জনে ৯জন, ১৩ জানুয়ারি ৬০৩ জনে ৯জন, ১৪ জানুয়ারি ৬২১ জনে ২০জন, ১৫ জানুয়ারি ৫৮৮ জনে ১৭জন, ১৬ জানুয়ারি ৫৮৮ জনে ১৯জন, ১৭ জানুয়ারি ৫৬১ জনে ২৩জন, ১৮ জানুয়ারি ৫০২ জনে ৩৫জন, ১৯ জানুয়ারি ৫৭৮ জনে ২৮জন, ২০ জানুয়ারি ৬৪৬ জনে ৪০জন, ২১ জানুয়ারি ৭৫৭ জনে ৫৩জন, ২২ জানুয়ারি ৬৫০ জনে ৬৪জন, ২৩ জানুয়ারি ৫৪৮ জনে ৪০জন, ২৪ জানুয়ারি ৬৮১ জনে ৭৩জন এবং ২৫ জানুয়ারি ৬৩৭ জনে ৬১ জন বিদেশগামী শণাক্ত হয়েছেন।
এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত সোমবার পযর্ন্ত কুমিল্লা থেকে ৫৮ হাজার ৭ শ ৪৪ জন বিদেশগামী করোনা টিকার জন্য রেজিষ্টেশন করেছেন। টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৪৩জন। করোনায় সনাক্ত হয়েছেন ১ হাজার ৪৭৬ জন বিদেশগামী।
কুমিল্লা সদর দক্ষিন উপজেলার গলিয়ারা ইউনিয়নের বাসিন্দা বিদেশগামী জাহাঙ্গীর হোসেন গত সোমবার ২৪ জানুয়ারি ওমান যাওয়ার কথা ছিলো। বিমান টিকিটসহ সকল প্রস্তুত্তি সম্পন্ন করেছেন। আনুষ্ঠানিকভাবে স্বজনদের কাছ থেকেও বিদায় পর্ব শেষ করেছে। কিন্তু এর আগেরদিন রোববার করোনা পরীক্ষায় শণাক্ত প্রতিবেদন হাতে পেয়েছেন। করোনা আক্রান্ত হওয়ায় তিনি আপাতত সুস্থ না হওয়া পযর্ন্ত বিদেশ যেতে পারছেন না।
কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল এলাকার বাসিন্দা মোঃ রুবেল, রাজাপুর এলাকার মোঃ আলমঙ্গীর হোসেন, সদর দক্ষিন উপজেলার মো হানিফ মিয়াসহ আরো অনেকের করোনায় প্রতিবেদনে করোনা ভাইরাসে সনাক্ত হয়েছেন। তাদের সাথে কথা বলে জানা যায়, বিদেশ যেতে না পেরে তারা অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের অনেকের বিমান টিকিট ছাড় দিয়ে ফেরত দিতে হচ্ছে।
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, নিরাপদ আবাসন ও বিদেশগামীদের স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন উপজেলা ইউনিয়ন পাড়া মহল্লায় গিয়ে সভা উঠান বৈঠকসহ নানা প্রচারনা কার্যক্রম পরিচালনা করছি। বিদেশে যাওয়ার আগের দিন যারা করোনা পরিক্ষায় আক্রান্তের প্রতিবেদন পান তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়। এ ব্যাপারে আমরা বিদেশগামীদের জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরাসহ নিদের নিরাপত্তার বিষয়ে আরো সচেতন হওয়ার আহ্বান করবো।