বশিরের মায়ের আর্তনাদ...
Published : Thursday, 27 January, 2022 at 12:00 AM, Update: 27.01.2022 12:29:24 AM

বিশেষ
প্রতিবেদক: রবিবার বিকেলে মা কমলা বিবি’র কাছে ফোন করে খোঁজ খবর নেয় সৌদী
প্রবাসী বশির আহমেদ। হঠাৎ বলেন, ‘মা লোক আইছে, পড়ে কথা কমু’। কে জানতো এটাই
হবে মায়ের সাথে শেষ কথা।
রাতে ছেলের ফোনের অপেক্ষায় থেকে ঘুমিয়ে পড়েন
মা। পরদিন সোমবারও যখন ছেলের ফোন আসে না, তখন ছেলের ইমু নম্বরে ফোন করেও
সংযোগ পাচ্ছিলেন না। একই ভাবে কেটে গেল মঙ্গলবারও। দুঃশ্চিন্তায় কপালে ভাজ
পড়তে শুরু করে।
বড় ছেলে সৌদী প্রবাসী আব্দুর রহমানকে ফোন করে ছোট ছেলে
বশির আহমেদ এর খোঁজ নেন মা কমলা বিবি। তখন ভাইয়ের খোঁজে আল কাসিম শহরের
বুরাইদা এলাকায় যান আব্দুর রহমান। গিয়ে জানতে পারেন পাকিস্তানি শ্রমিকরা
গলা কেটে হত্যা করেছে তার ভাই বশির আহমেদকে। মঙ্গলবার রাতে বড় ছেলে আব্দুর
রহমান ফোন করে মাকে জানান, ‘মা, মা গো। আর কোন দিন ফোন করবো না তোমার ছেলে
বশির’।
বুধবার দুপুরে বশির আহমেদ এর গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা
উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামে গিয়ে দেখা যায়, মা কমলা বিবি ছেলের জন্য
চিৎকার করে কান্না করছেন।
‘বাবারে তুই কই গেলিরে বাবা, আমার পুতেরে
তারা কি করলো। আমার পুত চাই, তোমরা আমার পুতেরে আমার বুকে ফিরাইয় আইন্না
দেও। বশির... বশিররে.... ওই বশির। তোরে কে খাইলরে....। সন্তানহারা মায়ের
বুক ফাটা আত্মনাদে ভারী হয়ে উঠে পুরো এলাকা। এসময় স্বজন ও প্রতিবেশিরাও
চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। ভারী কন্ঠে শান্তনা দেওয়ার চেষ্টা করছেন
সকলে। কিন্তু সন্তান হারানো শোকের কাছে কোন শান্তনাই যেন বাঁধ মানছে না।
চার
ছেলে ও তিন মেয়ের মধ্যে ৬ষ্ঠ সন্তান বশির আহমেদ। ছেলেদের মধ্যে সবার ছোট
বশির। আদরের সন্তানকে হারিয়ে বাকরূদ্ধ হয়ে পড়েছেন বাবা ছিদ্দিকুর রহমান।
প্রসঙ্গত,
গত রবিবার রাতে সৌদী আরবের আল কাসিম শহরের বুরাইদা এলাকায় করোনা ভাইরাসের
টিকা দেওয়ার কথা বলে প্রবাসী বাংলাদেশী বশির আহমেদকে গলা কেটে হত্যা করে
সৌদী প্রবাসী পাকিস্তানি শ্রমিকরা।