ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে অবৈধভাবে মাটি কাটায় ভেকু জব্দ
Published : Thursday, 27 January, 2022 at 12:00 AM, Update: 27.01.2022 12:27:29 AM
লালমাইয়ে অবৈধভাবে মাটি কাটায় ভেকু জব্দ প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে ডাকাতিয়া নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরীন আক্তারের টিম সার্ভেয়ার আরিফ হোসেন উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া মৌজায় নদীর তীরবর্তী অবৈধ ভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেকু জব্দ করে উপজেলা প্রশাসন অফিসে নিয়ে আসেন। প্রশাসনের লোক দেখে মাটি কাটার শ্রমিক ও ভেকু চালকরা পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন লালমাই থানা পুলিশ। গত ২২ জানুয়ারি শনিবার রাতে জেলা প্রশাসনের উদ্যোগে রাতে অভিযান করে ১টি ভেকু, ৫টি ট্রাক রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে এবং ৭ জনকে জেল হাজতে প্রেরণ করে। এতকিছুর পরও মাটি খেকোরা প্রশাসনের নির্দেশনা অমান্য করে পুনরায় অবৈধ ভাবে নদী পাড়ের মাটি কেটে বিক্রি করার দুঃসাহসিকতা দেখায়।
স্হানীয় সূত্রে জানা যায়, মাটি বিক্রির সিন্ডিকেটরা কোন কিছু তোয়াক্কা করেনা। তারা উপজেলার প্রতিটি পাকা গ্রামীণ সড়ক মাটি ও ট্রাকের চাকায় নষ্ট করে দিচ্ছে। কেউ কিছু বললে তারা ভয় ভীতি দেখায়, বিভিন্ন ভাবে হয়রানি করে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ জরুরী বিজ্ঞপ্তি দিয়ে মাটি কাটার অপরাধ সম্বন্ধে সতর্ক করেছেন : - এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা অনুযায়ী বিপণনের উদ্দেশ্যে কোন উন্মুক্ত স্থান, নদীর তলদেশ হতে বালু বা মাটি উত্তোলন করা যাবে না এবং ৫(১) ধারা অনুযায়ী পাম্প বা ড্রেজিং বা অন্য কোন মাধ্যমে ভূ-গর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না।
উক্ত বিধান অমান্যকারীদের বিরুদ্ধে একই আইনের ১৫(১), ১৫(২) ও ১৫(৩) ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন মাটি কাটার ব্যাপারে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা দেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।