বুড়িচংয়ে ৬ মাসে ১০ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার
Published : Thursday, 27 January, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গেলো বছরের জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ কোটি, ৪ লক্ষ ২৯ হাজার ১ শত টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে। থানা পুলিশের নিরলস প্রচেষ্টায় ১ শত ৪৯ টি বিভিন্ন মাদকের মামলায় ১ শত ৯৫ জন আসামীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, স্কাপ সিরাপ, বিদেশী মদ, চোলাই মদসহ অন্যান্য মাদকদ্রব্য। এছাড়া, ৩ টি বিভিন্ন মামলায় ৬ জন অবৈধ অস্ত্রধারীকে গ্রেফতারসহ তাদের কাছ থেকে ১ টি দেশী রিভলবার, ১ টি বিদেশী পিস্তল, ১ টি পিস্তলের গুলির খোসা, ১ টি রামদা, ১ টি ছেনি, ১ টি চাইনিজ কুড়াল ও ১ টি ছুরি ও উদ্ধার করা হয়। বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন সাংবাদিকদের জানান- তিনি গত জুন ২০২১ ইং সনে যোগদানের পর থেকে উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার মাদককারবারীদের গ্রেফতারে ব্যাপক ভূমিকা রেখে আসছেন। নিজের উপর অর্পিত দায়িত্বেও পাশাপাশি মাদক দ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে কুমিল্লার সুযোগ্য এসপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বুড়িচং থানা পুলিশ। সীমান্তে মাদক পাচার ও পরিবহন বন্ধে ইতোমধ্যে তিনি থানার ওসি তদন্ত মাকসুদ আলম অন্যান্য এসআই ও পুলিশ কনস্টেবলদের নিয়ে অভিযান পরিচালনা করে আসছেন। সমাাজিক অপরাধ, বাল্য বিয়ে, চুরি, ছিনতাই, মাদকদ্রব্য পাচার রোধ ও অন্যান্য বিষয়ে সাধারণ জনগণকে সম্যক ধারণা প্রদান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুড়িচং উপজেলার ৯ টি ইউনিয়নের সর্বত্র বিট পুলিশিং কার্যক্রমের পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সভা সেমিনানের মাধ্যমে মাদকের কুফল ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোকপাত করেছেন। মহামারি করোনার মাত্রা বৃদ্ধি পাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি থেকে স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
থাকলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে জনগণকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পুলিশ সম্মুখ সারির অবস্থানে থাকবেন বলে জানান। বুড়িচং উপজেলা একটি সীমান্তবর্তী উপজেলা হলে ও এটি একটি সমৃদ্ধ জনপদ। তিনি আরো বলেন- উঠতি বয়সের ছেলে মেয়েরা যাতে মাদকে ছোবল ও কড়াল গ্রাস থেকে রক্ষা পেয়ে ভবিষ্যত সুন্দর জীবন গঠনের প্রয়াস পায় তার জন্য এলাকার নীতিনির্ধারকগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দরা আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতার হাত বাড়িয়ে আরো এগিয়ে আসার দরকার বলে
মনে করছেন। সমাাজিক অপরাধরোধ, বাল্য বিয়ে, চুরি, ছিনতাই, মাদকদ্রব্য পাচার রোধ ও অন্যান্য বিষয়ে জনগণকে সম্যক ধারণা প্রদান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান। এছাড়া, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে নির্বাচনে সহিংসতা রোধে কার্যকর ভূমিকা রাখতে বিভিন্ন পোশাকে ব্যাপক সংখ্যাক বিভিন্ন বাহিনী নিয়োজিত থাকবেন বলে জানান। তাই যারা নির্বাচনে নাশকতা সৃষ্টির পায়তারা করছেন তাদেরকে শান্ত হয়ে জীবন পরিচালিত করার আহবান জানিয়েছেন। এছাড়া, নির্বাচনকে সহিংসতামুক্তভাবে গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারপ্রার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দদেরকে নিয়ে সভা সম্পন্ন করা হয়েছে।