স্টার লাইফ হসপিটালের বর্ষপূতি উদযাপন ও সেমিনার
Published : Thursday, 27 January, 2022 at 12:00 AM
সেবার মানসিকতা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র ঝাউতলা স্থাপিত বেসরকারি হসপিটাল স্টার লাইফ হসপিটালের প্রথম বষপূর্তি উদযাপিত হয়েছে। এ সময় স্টার লাইফ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সজিব রায় কর্মকার ও নির্বাহী বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ লোকমান হেকিম এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য) এফসিপিএস(মেডিসিন) এমডি(ইন্টারনাল মেডিসিন)এর উপস্থাপনায় সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ বাসেত মজুমদার এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য) ডিএলও(ইএনটি) ও বিশিষ্ট সার্জারী ডাঃ মোঃ তৌফিক আজিজ শাওন, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস( সার্জারী) উপস্থিত ছিলেন। এছারাও স্টার লাইফ হসপিটালের কর্মকর্তা -কর্মাচারী ও শুভাকাক্সক্ষীগণ উপস্থিত ছিলেন।
এ সময় স্টার লাইফ হসপিটালের এমডি সজিব রায় কর্মকার আগত অতিথি দের ধন্যবাদ জানান এবং স্টার লাইফ হসপিটালের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কুমিল্লা বাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।