৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত
Published : Thursday, 27 January, 2022 at 12:00 AM
চলমান ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) রাতে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ৪০তম বিসিএস পরীক্ষা দ্রুত শেষ করতে স্বাস্থ্যবিধি মেনে তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে পিএসসি’র একাধিক কর্মকর্তা অসুস্থ হয়ে পড়ায় চলমান ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে।
শিগগিরই মৌখিক পরীক্ষা শুরু হবে উল্লেখ করে পিএসসির চেয়ারম্যান বলেন, আমাদের ১০টি বোর্ডের মাধ্যমে এ বিসিএসের ভাইবা পরীক্ষা নেওয়া হচ্ছিল। বোর্ডের সদস্যরা অসুস্থ থাকায় পরীক্ষা নেওয়াটা অসম্ভব হয়ে পড়েছে।