ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় পার্টির নেতা হুমায়ন কবিরের ইন্তেকাল
Published : Wednesday, 26 January, 2022 at 7:32 PM
জাতীয় পার্টির নেতা হুমায়ন কবিরের ইন্তেকালঢাকার নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির  যুগ্ম আহ্বায়ক  হুমায়ন কবির ভূঁইয়া (৭০) ইন্তেকাল করেছেন   (ইন্নালিল্লাহী...রাজিউন)। বুধবার সকালে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ যোহর তার  নামাজে জানাযা নবাবগঞ্জ বাগমারা এলাকার কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

এদিকে জাতীয় পার্টির নেতা হুমায়ন কবির মৃত্যুতে, যমুনা গ্রুপের চেয়ারম্যান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।