Published : Wednesday, 26 January, 2022 at 12:00 AM, Update: 26.01.2022 12:43:12 AM

ইসমাইল নয়ন।। এলাকাবাসীর প্রতিবাদ সভা, মানববন্ধন, ইউএনও বরাবর অভিযোগ ও জেলা ডাক বিভাগ কর্মকতার তদন্ত প্রতিবেদন শেষে ৩ জানুয়ারি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌলের পোস্টমাস্টার ইসলাম খানকে সাময়িক বরখাস্ত করেছে ডাকবিভাগ।
জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল পোস্ট অফিসের পোস্টমাস্টার ইসলাম খান চৌধুরীর বিরুদ্ধে পোস্ট অফিস বন্ধ রেখে তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে সময় দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগপত্র দাখিলসহ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে একাধিকবার মানববন্ধন করেছিলেন এলাকাবাসী৷ এরই প্রেক্ষিতে জেলা ডাক বিভাগ থেকে তদন্ত করা হয় একাধিকবার। তদন্তে অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযুক্ত ইসলাম খানকে গত ৩ জানুয়ারি ডেপুটি পোষ্ট মাস্টার জেনারেল কুমিল্লা বিভাগ, কুমিল্লা ৩৫০০ এবং নথি নং- এ-৬/ইডিএ/ রুলিং/ অংশ -৩ তারিখঃ কুম ০২/০১/২০২২ খ্রিঃ এর মাধ্যমে ইসলাম খান চৌধুরী, ইডিএ ধান্যদৌল শাখা, ডাকঘর কুমিল্লাকে সাময়িক কর্মচ্যুত করা হয়। এবং জহিরুল ইসলাম ইডিডিএ ধান্যদৌল শাখা ডাকঘর, কুমিল্লাকে নিজ দায়িত্বের অতিরিক্ত ধান্যদৌল শাখা ডাকঘর এর ইডিএ দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে চিঠি প্রেরণ করেন পোষ্ট পরিদর্শক উপবিভাগ কমিল্লার আলী আমজাদ খান।