বুড়িচং পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী বিল্লালের পক্ষে জাতীয় পার্টির সমর্থন
Published : Wednesday, 26 January, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
৫ নং পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. বিল্লাল হোসেন ঠিকাদারের পক্ষে কেন্দ্রিয় জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ও উপজেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একাট্টা হয়ে সমর্থন করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুড়িচং পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন ঠিকাদারকে জনগণের মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিজয়ী করার লক্ষ্যে গতকাল ২৪ জানুয়ারি রাতে কেন্দ্রিয় জাপা নেতৃবৃন্দ ও পীরযাত্রাপুর ইউনিয়ন জাপা নেতৃবৃন্দের সমন্বয়ে এক সভা কেন্দ্রিয় জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলামের বাড়ি গোবিন্দপুরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম। বক্তব্য রাখেন ৫ নং পীরযাত্রাপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. বিল্লাল হোসেন ঠিকাদার, জাতীয় ছাত্র সমাজ কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মো. গোলাম রাসেল, পীরযাত্রাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, জাপা নেতা মো. আবু তাহের, মো. সালাউদ্দীন, লিটন, কাদির, তাজুল ইসলাম, কবির আহাম্মদ, আতাউর রহমান, সফিকুর রহমানসহ জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের অন্যান্য প্রায় হাজার নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রিয় জাপা নেতা বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম বলেন- পীরযাত্রাপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি কেন্দ্রিয়ভাবে ভূমিকা রাখার পাশাপাশি মো. বিল্লাল হোসেন ঠিকাদার জনগণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাধারণ ভোটার ও জনতার রায়ে সে নির্বাচিত হলে আমরা উভয়ে পীরযাত্রাপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।