গৌরীপুর বাজারে স্লাটার হাউজের উদ্বোধন
Published : Wednesday, 26 January, 2022 at 12:00 AM
আলমগীর হোসেন, দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে নিরাপদ মাংস নিশ্চিতে আধুনিক 'স্লাটার হাউজের' উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে একটি গরু জবাই করে আধুনিক এই স্লাটার হাউজের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
উপজেলা উন্নয়ন তহবিল থেকে দুই লক্ষ টাকা ব্যয়ে এই আধুনিক স্লাটার হাউজটি নির্মাণ করা হয়।
উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, সরকারি নির্দেশনায় এখন থেকে আধুনিক স্লাটার হাউজে গরু জবাই করে নিদিষ্ট স্থানে মাংস বিক্রি করা হবে। যত্রতত্র গরু জবাই সহ মাংস বিক্রি না করার অনুরোধ করেন তিনি।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ রোজিনা আক্তার, ভাইস চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম নয়ন, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নোমান মিয়া সরকার, জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর হোসেন মোল্লা, গৌরীপুর বাজার কমিটির সভাপতি হাজী ওমর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।