ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে  
Published : Wednesday, 26 January, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগের সভানেত্রী মোসা. সুরাইয়া আক্তার বলেছেন, দেবিদ্বারে নৌকার জোয়ার সৃষ্টি হয়েছে। আজকে এই সভায় উপস্থিত জনতাই তার প্রমাণ। যারা নৌকায় পা দিয়ে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছেন আপনারা সাবধান হয়ে যান। নৌকা প্রতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিক। এই নৌকাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করবেন না। নৌকাকে বিজয়ী করার জন্য আপনারা কাজ করুন। তিনি আরো বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি এই মোহনপুর ইউপিতে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে প্রমাণ করুন শেখ হাসিনা নৌকা উন্নয়নের প্রতিক।
মঙ্গলবার রাতে মোহনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। নির্বাচনী পথসভায়  সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য মো. আবদুল কুদ্দুস সরকার।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. মুজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লার উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.রোশন আলী মাস্টার বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইউনিয়নে মুজিবুর রহমান ভূঁইয়াকে নৌকার প্রতিক দিয়েছেন এই নৌকাকে বিজয়ী করতে মানুষের ঘরে ঘরে  প্রধানমন্ত্রীর সালাম পৌছে দেন। নৌকার পক্ষে জনমত সৃষ্টি করুন, উন্নয়নের কথা বলুন।
তিনি আরও বলেন,  দেশ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান। আরও বক্তব্য রাখেন কুমিল্লা  উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য  কালিপদ মুজুমদার, কেন্দ্রীয় শ্রমিকলীগের সদস্য মেহেরুন নেছা, দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান  হাজী  মো. আবুল কাশেম ওমানী, মহিলা ভাইসচেয়ারম্যান আডভোকেট নাজমা বেগম,  জেলা পরিষদ সদস্য মোসা. শিরিন সুলতানা, বর্তমান  ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম,  ইউপি আওয়ামীলীগের সভাপতি নৌকা প্রতিকে মনোনীত চেয়ারম্যান  প্রার্থী মো. মুজিবুর রহমান ভূঁইয়া, উপজেলা শ্রমিকলীগের সভানেত্রী মোসা. শাহিনুর লিপি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো. শাহাদাৎ হোসেন মিঠু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, এসএ কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বিল্লাল হোসেন প্রমুখ।