ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দ্বিগুণ বেড়েছে বিদেশ গমণেচ্ছুকদের সংখ্যা
Published : Tuesday, 25 January, 2022 at 12:00 AM, Update: 25.01.2022 12:51:05 AM
দ্বিগুণ বেড়েছে বিদেশ গমণেচ্ছুকদের সংখ্যানিজস্ব প্রতিবেদক: বিগত ২০২১ সালে কুমিল্লা জেলার অধিবাসী বিদেশ যেতে ইচ্ছুক এমন ৯০ হাজার  ৯শত ১৪ জন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে এসে নিবন্ধন করেছেন। যার মধ্যে ৮৯ হাজার ৩শ ১ জন পুরুষ এবং ১ হাজার ১ শত ১৩ নারী। ২০২০ সালে এই সংখ্যা ছিলো ৫০ হাজার ৩ শত ৩৪ জন। হিসেব মতে, এক বছরে এই সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। ২০২০ সালে শুরু হওয়া করোনা মাহমারির চ্যালেঞ্জ  অতিক্রম করে ২০২১ সালে ৪০ হাজার ৫ শ ৮০ জন বেশি মানুষ আঙ্গুলের ছাপ দিয়ে বিদেশ গমণেচ্ছুক হিসেবে নিবন্ধন করেছেন। মোট নিবন্ধনের মধ্যে ৬৮ হাজার ৫ শ ৩৯ জনের অভিবাসন নিশ্চিত হয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ এ তথ্য জানান।
তিনি জানান, সরকারি ভাবে করোনার টিকার সহজ লভ্যতা এবং বহির্বিশে^র সাথে করোনাকালীন সময়ে সরকারের কূটনৈতিক সম্পর্কের কারনে এই বিপুল পরিমান মানুষ বৈদেশিক কর্মসংস্থানের জন্য বিদেশ যেতে পরেছে। করোনা টিকা বাধ্যতামূলক হবার পর আমরা চেষ্টা করেছি বিদেশগামীদের প্রাধাণ্য দিয়ে কুব দ্রুত তাদের টিকার আওতায় আনতে। তারা যেন অনলাইনে সেই টিকার নিবন্ধনও এবং সনদ পায় সেজন্যও সর্বাত্মক প্রচেষ্টা করেছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সবাই। এছাড়া করোনাকালীন সময়ে কোয়ারেন্টিন ভর্তুকিসহ বিদেশী কল্যান মন্ত্রনালয়ের বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতার কারনে করোনা চ্যালেঞ্জ অতিক্রম করে আবারো বিদেশ যেতে ইচ্ছুক হয়েছে।