Published : Tuesday, 25 January, 2022 at 12:00 AM, Update: 25.01.2022 12:48:42 AM

রণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় ৬ কেজি গাঁজাসহ মো. মজিবুর (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারী) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. মজিবুর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাশিরামপুর গ্রামের আবুল কাশেম এর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) নোমান হোসেন অভিযান চালিয়ে যাত্রীবাহী বাসে তল্লাসী করে তাকে আটক করে। এসময় তার সাথে থাকা একটি ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।