ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদায়ী সংবর্ধনা
Published : Tuesday, 25 January, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল ২৪ জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অডিটোরিয়ামে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের চাকুরী থেকে অবসর গ্রহণ ও বদলীজনিত বিদায় উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম আজাদ ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু কনসালটেন্ট ডা. হাসিনা সুলতানা, মেডিকেল অফিসার ডা শঙ্খজিৎ সমাজপতি, ডা. তোফায়েল আহমেদ, ডা. তরেকা রায়হানা, সংবর্ধিত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সরকার ফারুক আহমেদ, ডা. রবীন্দ্র চন্দ্র দাস, ডা. মোঃ আবু তাহের, ডা. এ. বি. এম মহিউদ্দিন আহমেদ, ডা. আমেনা বেগম, ডা. মোঃ তাজুল ইসলাম, ডা. মোশারফ হোসেন, ডা. আবুল কালাম আজাদ, ডা. শামীমুল ইসলাম বাবুল, ডা. গোলাম রাব্বানী, ডা. মোঃ রবিউল হাসান। আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. এ এইচ রকিব, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. খোরশেদ আলম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মনোয়ারা বেগম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ফেরদৌসী বেগম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা.এনামুল হকসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট আরও অনেকে।