চৌদ্দগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে বই ও কম্বল বিতরণ
Published : Tuesday, 25 January, 2022 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
চৌদ্দগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে গতকাল মঙ্গলবার নতুন বই ও কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা সদরের শ্রীপুরে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নতুন বই ও কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ সভাপতি জিএম মীর হোসেন মীরু।
বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাকিনা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন। এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা কাজী আবুল কালামসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।