ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সৌদি আরবে ঘণ্টায় ৭ বিয়ে বিচ্ছেদ!
Published : Tuesday, 25 January, 2022 at 12:00 AM
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রতি ঘণ্টায় অন্তত সাতজনের বিয়ে বিচ্ছেদ হচ্ছে। এখন সেখানে প্রতি ১০টি বিয়ের মধ্যে তিনটি বিচ্ছেদ হয়।
 সৌদির জাতীয় পরিসংখ্যান দপ্তরের এক প্রতিবেদনের বরাত দিয়ে রোববার (২৩ জানুয়ারি) এ খবর দিয়েছে গালফ নিউজ।  
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের শেষ কয়েক মাসে ৫৭ হাজার ৫০০-এর বেশি বিয়ে বিচ্ছেদের আবেদন জমা পড়েছে, যা ২০১৯ সালের তুলনায় ১২.৭ শতাংশ বেশি।  
গত ১০ বছরে সৌদিতে আশঙ্কাজনকভাবে বিয়ে বিচ্ছেদ বেড়ে গেছে। সেখানে ২০১১ সালে বিয়ে বিচ্ছেদের অন্তত ৩৪ হাজার আবেদন জমা পড়ে। পরের ১০ বছরে যা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।