Published : Thursday, 20 January, 2022 at 12:00 AM, Update: 20.01.2022 12:44:29 AM

তানভীর
দিপু: কুমিল্লায় করোনা পরীক্ষা যত বেশি হচ্ছে তত বেশি করোনা করোনা
আক্রান্ত শনাক্ত হচ্ছে। এক সপ্তাহ আগে করোনা পরীক্ষার সংখ্যা ছিলো ৭৩ জন
এবং শনাক্তের সংখ্যা ছিলো ১০ জন। সেদিন করোনা শনাক্তের হার ছিলো ১৩ শতাংশ।
গতকাল বুধবার কুমিল্লায় করোনার নমুনা পরীক্ষা করেন ৩১৮ জন। যার মধ্যে করোনা
আক্রান্ত হয়েছেন ৯৪ জন। সর্বশেষ একদিনে কুমিল্লায় করোনা শনাক্তের হার ২৯
শতাংশ। এর আগে মঙ্গলবার ১৭৭ জন পরীক্ষাকারীর মধ্যে শনাক্ত হন ৪১ জন, সোমবার
২০৯ জনের মধ্যে শনাক্ত হন ৬৭ জন, রবিবার ৫৮ জনে শনাক্ত হয়েছেন ১৮ জন এবং
শনিবার ১১৮ জন পরীক্ষাকারীর মধ্যে শনাক্ত হয়েছেন ২৪ জন। অর্থাৎ দিন দিন
করোনা নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বেড়েছে শনাক্তের সংখ্যাও।
জেলা
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন জানান, পরীক্ষার সংখ্যা কম হবার কারণে
শনাক্তের হার বেশি দেখাচ্ছে। কুমিল্লায় ডেল্টা নাকি অমিক্রনের সংক্রমণ বেশি
সেটা বলা যাচ্ছে না। তবে ডেল্টা হলে পরিস্থিতি আশংকাজনক হবে। যেহেতু
রাজধানী ঢাকায় অমিক্রনের সংক্রমন বেশি. ারণা করা হচ্ছে কুমিল্লাতেও
অমিক্রনের সংক্রমন বাড়তে পারে।
সিভিল সার্জন আরো বলেন, করোনা বিধি
নিষেধ নিয়ে সাধারণ মানুষের উদাসীনতাই এখন আশংকার বিষয়। মানুষ সচেতন না হলে
সংক্রমন বাড়তেই থাকবে। শুক্রবার পর্যন্ত স্বাস্থ্যবিধি মানা নিয়ে
প্রচার-প্রচারণা চলবে, এরপর থেকেই উদাসীনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া
শুরু হবে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ
মহিউদ্দিন জানান, এখনো হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বাড়েনি। তবে দেশর
অন্যান্য জেলার তুলনায় কুমিল্লায় যেহেতু সংক্রমণ হার বেশি সেক্ষেত্রে
উদাসীনতার কোন সুযোগ নেই। কিন্তু শহরে এবং গ্রামে সাধারণ মানুষ এখনো সচেতন
হয় নি। যা এখন আশংকার বিষয়। সবাইকে মাস্ক এবং করোনা স্বাস্থ্যবিধি নিয়ে
কঠোরভাবে সচেতন হতে হবে।