চান্দিনায় আধুনিক ধান ও বীজ উৎপাদন প্রযুক্তিতে কৃষক প্রশিক্ষণ
Published : Thursday, 20 January, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় দিনব্যাপী ‘আধুনিক ধান ও বীজ উৎপাদন’ প্রযুক্তির উপর দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লা এর আয়োজনে চান্দিনা উপজেলা কৃষি অফিস এর সহযোগিতায় ওই প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রশিক্ষণে ৩০জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
বুধবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ সেন্টারে প্রশিক্ষণ প্রদান করেন- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লা এর প্রধান এবং চীফ সাইন্টিফিক অফিসার ড. আমিনুল ইসলাম, সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মামুনুর রশীদ, সাইন্টিফিক অফিসার একেএম সালাহউদ্দিন, তাসনিয়া ফেরদৌস এবং চান্দিনা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল।
দিনব্যাপী প্রশিক্ষণে আধুনিক ধান জাতের চাষ এবং বীজ উৎপাদনের কলা-কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। এ সময়ে ধানের বিভিন্ন জাত, সার ব্যবস্থাপনা, রোগতাত্ত্বিক, পোকামাকড় দমন ব্যবস্থাপনা, কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা সম্পর্কে উপস্থিত কৃষকগণকে সাম্যক ধারনা প্রদান করা হয়।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা কিরন রানী সরকার, আবদুল কাদের জিলানী, গোলাম সারওয়ার প্রমুখ।